কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে শববর্ষী কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও এলাবাসী এলাকাবাসি অংশগ্রহন করে।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান, সাবেক ইউপি নদস্য ওলিউল্লাহ ডাবলু, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইদুর রহমান মন্টু, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ এসএম জাকির হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা রাজিবুল হক বক্তৃতা করেন।
পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান বলেন, ১৯০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি নাম পরিবর্তনের জন্য মন্ত্রনালয় থেকে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়। আমরা রেজুলেশনের মাধ্যমে নাম পরিবর্তন না করতে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি। কিন্তু তার পরেও গত ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে বিদ্যালয়টির নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। যা এলাকায় দৃষ্টিকটু দেখাচ্ছে। কচুগাড়ি গ্রামের লোকজন মেনে নিতে পারছে না। তাই অনতিবিলম্বে কচুকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি পুনর্বহাল জন্য দাবি জানাচ্ছি।
মাহমুদুল হক খোকন বলেন, এই বিদ্যালয়টি গ্রামের নামে নামকরণ করা হয়। এটি কোনভাবেই পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। এই বিদ্যালয় থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। তাই এ বিদায়টির নাম পুনর্বহাল করতে প্রাক্তন শিক্ষার্থী ও এই গ্রামের সচেতন নাগরিক হিসেবে দাবি জানাচ্ছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নাম পরিবর্তন না করার জন্য কোন মতামত আমি পাই নাই। তবে কিভাবে পরিবর্তন হলো সেটাও আমার জানা নাই।**

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *