নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ বাংলা বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক
মঙ্গল শোভাযাত্রা, ফলাহার, মিষ্টিমুখ, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন-কুইজ প্রতিযোগিতা ও বাঙ্গালীয়ানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাংলা বর্ষবরণ উৎসব করেছে। রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তর চত্বরে ওই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য এবং গ্রামীণ ঐতিহ্যে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পস প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে পূর্বনির্ধারিত সভামঞ্চে সমবেত হয়ে ফলাহার ও মিষ্টিমুখ করা হয়। সেখানেই আলোচনা সভায় বাংলার ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন সমিতি বোর্ডের সভাপতি ওয়াছেক আলী সোনার, সচিব আশরাফুল ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) বিপ্লব কুমার সরকার, এলাকা পরিচালক জামিল হোসেন, ডিজিএম জাহাঙ্গীর আলম, রঞ্জন কুমার সরকার, এজিমএ মামুন-উর-রশিদ, সোহাইল আকরাম, খোরশেদ আলম প্রমূখ। একই সাথে সমিতির বোর্ড রুমে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির বিভিন্ন স্তরের কর্মীরা গ্রাম বাংলার গান পরিবেশন করেন। শিশুরা ছড়া-কবিতায় অংশ গ্রহণ করে। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি করা হয়।**

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *