বড়াইগ্রাম থানার মোড়ে ঈদ পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক
“যেথায় থাকুক, যে যেখানে, বাঁধন আছে প্রানণ প্রাণে” মূলসুর নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার মোড়ে বর্ণিল আয়োজনে ঈদ পূর্নমিলরী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকলে ৪টা থেকে রাত ১২ অবধি চলে ওই অনুষ্ঠান।
থানার মোড় বড়াল হোটেলের সামনে উন্মুক্ত মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বন্ধু আড্ডা, নতুন-পুরাতন বন্ধুদের মিলন-মেলায় পরিনত হয়ে ভরে উঠে মাঠ। শুরুতেই শিশু-কিশোরদের অংশ গ্রহনে বিস্কিট দৌড়। এরপর একে একে অন্ধের হাড়ি ভাঙ্গা, বাজনা থামলে বালিশ কোথায় (সতিনের ছেলে), বড়াইগ্রাম সংক্রান্ত প্রশ্নের কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে প্রথমার্ধের অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের স্থাণীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু ও ঢাকা সাইন্স কলেজের প্রশাসনি কর্মকর্তা চলনবিল প্রবাহ পত্রিকার সম্পাদক মাহমুদুল হক খোকন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, থানার মোড়ে দেশ ও ন্যাশনাল পরিবহন কাউন্টারের সত্বাধিকারী মোহাম্মদ আলমগীর। আর এতে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন।
গোটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অহিদুল ইসলাম, সেনা কর্মকর্তা ইমদাদুল হক, পারকোল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হক খান, প্রভাষক মামুনুর রশিদ শিশির খান, সিদ্দিক, সুজন, শরীফসহ স্থাণীয়রা।
দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানের শুরুতেই “গ্রামের নওজয়ান, হিন্দু মুসলমান—- শিরোনামে উপ-সচিব হাবিবুর রহমানের কণ্ঠের গানে মুহুমুহু করতালিতে ভরে উঠে গোটা মাঠ। পরে স্থাণীয় এবং আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। যেটা চলে রাত ১২টা অবধি। **

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *