সরকারকে টিকিয়ে রাখতে নির্বাচন কমিশন ইভিএম নিয়েছে

সরকারকে টিকিয়ে রাখতে নির্বাচন কমিশন ইভিএম নিয়েছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সরকারের পরিবর্তন যদি চান, সোজাসুজি কথা হলো—নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।’

‘পরীক্ষামূলকভাবে অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচন এই ইভিএমে হয়েছে। এগুলো কি প্রশ্নবিদ্ধ ছিল? সিটি করপোরেশনগুলোতেও হয়েছে, সিলেটে হয়েছে, বরিশালে হয়েছে, কুমিল্লাতে হয়েছে। কেউ কি কোনো প্রশ্ন করেছে? আমরা জালিয়াতিমুক্ত কারচুপিমুক্ত। সিল মারামারির নির্বাচন চাই না, সেজন্যই ইভিএম চাই। যারা সিল মারামারির নির্বাচনে অভ্যস্ত; যারা নির্বাচন বলতে কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারা এটা বোঝে; যারা নির্বাচন বলতে ভোট কারচুপি বোঝে, ভোট জালিয়াতি বোঝে তারা ইভিএমকে সমর্থন করে না।’

বিএনপির মনে আসলে কী, তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা একদিকে বলে, তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে আসবে না; আবার বলে, ইভিএমে আসবে না, ইভিএম চান না। তাহলে নির্বাচন কমিশনের সংলাপে কেন গেলেন না? ওখানে গিয়ে বলতেন।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *